বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৯/০১/২০২৪খ্রিঃ
BD_CAREER_DESK: সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার পদে মোট ৫৫১টি শুণ্য পদের বিপরীতে ০৯ জানুয়ারী-২০২৪ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Bangladesh railway assistant station master and locomotive master Job Circular-2024 | Railway_job_Circular_2024 | Bd_job_Circular
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি-২৪ সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পড়ুন
পদের নাম, শুন্য পদের
সংখ্যা এবং আবেদনের যোগ্যতাঃ
১। সহকারী স্টেশন
মাস্টার
গ্রেডঃ ১৫
টাকাঃ ৯৭০০-২৩৪৯০/-
পদসংখ্যাঃ ৪১৭টি
শিক্ষাগত যোগ্যতাঃ যে
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী।
যে সব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২। সহকারী লোকোমোটিভ
মাস্টার গ্রেড-২
গ্রেডঃ ১৭
টাকাঃ ৯০০০-২১৮০০/-
পদসংখ্যাঃ ১৩৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা
বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
যে সব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেনঃ পাবনা, লালমনিরহাট,
নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যাতিত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।