পিদিম ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । PIDIM FOUNDATION JOB CIRCULAR JANUARY 2024 NGO JOB BD
পিদিম ফাউন্ডেশন, এমআরএ সনদপ্রাপ্ত (০০৯৩৫-০০০৯৪-০০১৬২), পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়ীয়া, মুন্সিগঞ্জ, চাদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ফাইনাগ ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা ক'রে আসছে। বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিমলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবেঃ
০১। পদের নামঃ জোনাল ম্যানেজার
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
পদে ২৫-৩০ টি শাখা পরিচালনার কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ৭০,০০০/- এবং স্থায়ী করণের
পর ৭৮,২১১/-
০২। পদের নামঃ এরিয়া ম্যানেজার
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে
০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ৪৮,০০০/- এবং স্থায়ী করণের পর ৫৩,৬১৪/-
০৩। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে
০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ৩৪,০০০/- এবং স্থায়ী করণের পর ৪০,৮৯০/-
০৪। পদের নামঃ হিসাবরক্ষক
যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
পদে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ২৫,০০০/- এবং স্থায়ী করণের পর ৩০,৬৮৭/-
০৫। পদের নামঃ এন্টারপ্রাইজ অফিসার
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
পদে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ২৫,০০০/- এবং স্থায়ী করণের পর ৩১,২৬৯/-
০৬। পদের নামঃ ঋণ সংগঠক (অভিজ্ঞ)
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
পদে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ২২,০০০/- এবং স্থায়ী করণের পর ২৫,৮৭০/-
০৭। পদের নামঃ ঋণ সংগঠক (অভিজ্ঞ)
আবেদনের যোগ্যতাঃ এইচ এস সি
অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ে ক্ষূদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
পদে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ২০,০০০/- এবং স্থায়ী করণের পর ২৩,৬৭৪/-
০৮। পদের নামঃ ঋণ সংগঠক (অনভিজ্ঞ)
আবেদনের যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ প্রয়োজন নাই।
বেতন ভাতাঃ শিক্ষানবীশকালে ২০,০০০/- এবং স্থায়ী করণের পর ২৩,৬৭৪/-
বিজ্ঞপ্তিটির কপি সংযুক্ত করা হলোঃ
পিদিম ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি |
সংস্থার কর্ম-এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী
০৬ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য
তোলা ৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা
সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত
সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়ন পত্রসহ আবেদনপত্র (খামের উপর অবশ্যই পদের
নাম লিখতে হবে), উপ-পরিচালক (মানবসম্পদ ও আরটিডি) বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ
করা হলো। প্রেরণের ঠিকানা: পিদিম ফাউন্ডেশন, প্লট-এ/৭৬, রোড-ডারিউ-১, ব্লক-এ, ইষ্টার্ন
হাউজিং পল্লবী ফেইজ-২, রূপনগর, মিরপুর, ঢাকা-১২১৬ | PIDIM FOUNDATION JOB | NGO