বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক –নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক! বিডি ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশের প্রথম বারের মতো অনুমোদন পেলো ডিজিটাল ব্যাংক –নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক!
বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক |
১৪ জুন ২০২৩খ্রিঃ
তারিখে বাংলাদেশ ব্যাংকের দেশে প্রথম বারের মতো ডিজিটাল ব্যাংক গঠনের অনুমতি প্রদানের
পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর ২০২৩খ্রিঃ বাংলাদেশে প্রথম বারের মতো ডিজিটাল ব্যাংক গঠন
করা হয়। এই ডিজিটাল ব্যাংক দুটি হলো –কড়ি এবং নগদ ডিজিটাল ব্যাংক।
ডিজটাল ব্যাংক
গঠনের জন্য কতিপয় শর্ত রয়েছেঃ
১। ডিজিটাল ব্যাংক
স্থাপনের জন্য নূন্যতম মূলধন প্রয়োজন ১২৫ কোটি টাকা।
২। ডিজিটাল ব্যাংকের
প্রত্যেক উদ্যোগক্তাকে কমপক্ষে ৫০ লক্ষ টাকা মূলধন দিতে হবে।
৩। কেন্দ্রীয়
ব্যাঙ্গে লাইসেন্স প্রাপ্তির ০৫ বছরের মধ্যে এই ব্যাংকে দেশের পুজি বাজারে প্রাথমিক
গণ প্রস্তাব আইপিও ছাড়তে হবে।
৪। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যাংকিং পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উপরোক্ত শর্তাবলীর
ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ডিজিটাল ব্যাংকের অনুমতি দেওয়া হয়।
“সর্বশেষ আপডেট
তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন বিডি ক্যারিয়ার ডেস্ক এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে”