মাত্র এক ক্লিকেই বন্ধ করুন আপনার কম্পিউটার ! Shut down Your pc By one Click
মাত্র এক ক্লিকেই বন্ধ করুন আপনার কম্পিউটার। How to Shut down Your pc By one Click Bd_career_Desk !
কম্পিউটার
বন্ধ করা ক্ষেত্রে আমরা যে স্বাভাবিক নিয়ম ব্যবহার করি তা হলো উইনডোস বাটন থেকে শাট ডাউন বাটনে ক্লিক করা। অথবা কিবোর্ড থেকে altr+ f4 বাটনে ক্লিক করে enter বাটনে ক্লিক করলে কম্পিউটার বন্ধ করা যায়। এছাড়াও bat ফাইল দিয়ে এক ক্লিকে নিমিশেই আপনি আপনার কম্পিটার বন্ধ করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নোক্ত পদ্ধতি ফলো করতে হবে।
১। প্রথমে
আপনার কম্পিউটারের ডেস্কটপে একটি টেক্সট ডকুমেন্ট খুলে সেটি সেভ করুন।
২। এর পর আপনার সেভ করা টেক্সট ডকুমেন্টসটি ওপেন করুন এবং নিম্নের কোডটি কপি করে আপনার টেক্সট ডকুমেন্টসে পেস্ট করুন।
*****************************************************
@echo off
%SYSTEMROOT%\system32\shutdown.exe -s -t 0
***************************************************************
৩। উপরের লেখাটি
পেস্ট করা হয়ে গেলে file মেনু থেকে save as এ ক্লিক করুন
৪। এর পর নিম্নোক্ত ছবিতে উল্লেখিত নাম দিয়ে সেভ করুন।
·
৫। ফাইল টি সেভ করা পর ঠিক নিচের দেওয়া ছবির মতো আসবে।
৬। এই shut down
আইকনটিতে ডাবল ক্লিক করলেই আপনার পিসিটি শাট ডাউন হয়ে যাবে।
কম্পিউটারের
বিভিন্ন ধরনের টিপস কিং সমস্যার সমাধান পেতে Bd_career_Desk এর টেক টিউন সেকশনে ভিজিট করুন।
#HOW_TO_SHUT_DOWN_PC_BY_ONE_CLICK #PC_SHORT_CUT
#