ব্রাক এনজিও-তে একাউন্টস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-০৩ জানুয়ারী ২০২৪খ্রিঃ
ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বাংলাদেশের যেসব এনজিও কাজ করছে তার মধ্যে অন্যতম একটি এনজিও হলো “ব্রাক”। সার ফজলে হাসান আবেদ ২১শে মার্চ ১৯৭২ সালে ব্রাক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্রাক অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং প্রথম সারির এনজিও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ব্রাক বন্যা দূর্গতদের ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে কৃষি, ক্ষুদ্র ঋন এবং ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ দান করছে।
সম্প্রতি ব্রাক ফিরজারিজ এন্ট্রারপ্রাইজ সেকশনের জন্য একাউন্টস অফিসার পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ০৩ জানুয়ারী ২০২৪খ্রিঃ তারিখে এবং প্রকাশিত বিজ্ঞপ্তির অনুকূলে চাকরী প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে আগামী ১৪ জানুযারী ২০২৪ এর মধ্যে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
পদের নামঃ একাউন্টস অফিসার –ফিশারিজ
জব লোকেশনঃ দিনাজপুর, বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ন্যূনতম CGPA 2.50 বা 2য় শ্রেণী/বিভাগ বা সমমানের ফলাফল সহ একাউন্টিংয়ে এমবিএ/ এমকম থাকতে হবে।
অভিজ্ঞতাঃ নূন্যতম ০২ বছর।
অতিরিক্ত যোগ্যতাঃ
◙ কম্পিউটার সাক্ষরতার উপর ডিপ্লোমা বা শর্ট কোর্স এবং বেসিক এক্সেলের উপর প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে।
◙ বেসিক অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, লাভ এবং লস, ইনকাম স্টেটমেন্ট, ইআরপি বা অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
◙ রিপোর্টিং দক্ষতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, হ্যান্ড-অন ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এবং এমআইএস-এ দক্ষ হতে হবে
যেসব কাজ করতে হবেঃ
◙ বার্ষিক বাজেট এবং পরিকল্পনা অনুযায়ী ন্যূনতম খরচ এবং সর্বোচ্চ আয়ের মাধ্যমে অ্যাকাউন্টের কার্যক্রম টেকসই মুনাফা নিশ্চিত করা।
◙ মাসিক এবং বার্ষিক হিসাবের রিপোর্ট, বিল ভাউচার, দৈনিক নগদ, খাতা এবং স্টক বই প্রস্তুত করা।
◙ দৈনিক বিক্রয় নগদ এবং ব্যাংকে জমা এবং সঠিক তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা।
◙ কর্মচারী, অংশীদার এবং বিক্রেতাদের চেক এবং ভাউচার বিতরণ করা, অর্থপ্রদান, ক্রয়ের অনুমোদন এবং অন্যান্য আর্থিক লেনদেন অনুমোদন করা।
◙ সরবরাহকারী বিল থেকে ভ্যাট এবং ট্যাক্স সঠিকভাবে কর্তন হয়েছে কি না তা নিশ্চিত করা এবং সময়মত তা ব্যাংকে জমা দেওয়া।
◙ ম্যানেজমেন্ট দ্বারা নির্দেশিত অন্য কোন কাজ সম্পাদন করা
◙ ব্যাংক এবং প্রধান কার্যালয়ের সাথে মাসভিত্তিক পুনর্মিলন বিবৃতি প্রস্তুত করুন
আবেদন পদ্ধতিঃ
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে! ম্যানুয়ালি আবেদন করার কোন অপশন নাই। আবেদন করতে হবে ব্রাক এর ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে
ব্রাক ক্যারিয়ার পোর্টাল লিংক