ব্রাক এনজিওতে কর্মসূচী সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । Brac Ngo Job Circular 2024 | Program Organiger
ব্রাক এনজিও কর্তৃক বাস্তবায়নাধীন আইডিপি প্রজেক্টে কর্মসূচী সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!
Brac NGO Job Circular 2024| Brac NGO| Job Circular 2024| BD CAREER DESK| NGO JOB
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫ ফেব্রুয়ারি, ২০২৪খ্রিঃ তারিখের ব্রাক-এর অনলাইন জব পোর্টালের অথবা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
কর্মসূচী সংগঠক পদে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকা এবং কাজের বিস্তারিতঃ
ব্রাক এনজিওতে কর্মসূচী সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি । Brac Ngo Job Circular 2024
পদের নামঃ কর্মসূচী সংগঠক
শুণ্য পদের সংখ্যাঃ সার্কুলারে উল্লেখ নেই।
আবেদনের সময়সীমাঃ আগামী ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদনের যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
কর্মস্থলঃ ব্রাক-এর মাঠ কার্যালয়।
বেতনঃ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদেয় হবে যা আলোচনা সাপেক্ষ।
অন্যান্য সুযোগ সুবিধাঃ উৎসব ভাতা/ আনুতোষীক ভাতা/পিতৃকালীন ভাতা/ ভবিষ্যত ভাতা/ স্বাস্থ্য ভাতা/ জীবন বীমা ভাতা এবং যাতায়াত ভাতা প্রদেয় হবে।
আবেদন করতে হবে ব্রাক-এর অফিসিয়াল জব পোর্টাল careers.brac.net অথবা বিডি জবস এর মাধ্যমে। বিস্তারিত জানতে নিচের ছবিটি ফলো করুনঃ
* নিয়মিত সরকারী, বেসরকারী এবং এনজিও-এর চাকরির বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সবার আগে পেতে বিডি_ক্যারিয়ার_ডেস্ক এর ওয়েবসাইটে চোখ রাখুন। BD CAREER DESK